সবাই চলে গেছে যে যার পথে,
পৌঁছে গেছে বাড়ি।
আমি চলি উল্টো রথে,
ক্ষণে ক্ষণে দাঁড়ি।
সবাই গেছে ঘুমে মধ্যরাতে,
জানালার পাশে ফুল–জোছনার গান।
আমার কেন ঘুম আসে না, ঘুম আসে না,
চঞ্চল হয়ে ওঠে প্রাণ।
কেন পড়ে মনে, কেন মনে পড়ে,
ঘুমঘুম চোখে—
কেন জল গড়ায়, কেন গড়ায় জল
বালিশের বুকে।
সবাই চলে যায়, সবাই যায় চলে,
যে যার বাড়ি।
আমি চলি উল্টো রথে,
পথে পথে দাঁড়ি।
গানটি শুনতে চাইলে ক্লিক করুন : song
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


