তার চোখে চোখ রাখা দায়, ধসে পড়ে হিমালয়,
প্লাবনে ভেসে যায় মন, সিন্দুকে রাখা কারণ—
কবিতা লেখা বারণ।
ওষ্ঠে জেগে ওঠে ভেসুভিয়াস, ভলকানিক ছাই,
পম্পেই তলে গলিত লাভার দৃঢ় উচ্চারণ—
কবিতা লেখা বারণ।
অলিখিত কবিতার শেষ স্তবক তার সব জানা,
যেখানে দারিদ্রসীমার নিচে পদস্খলন—
কবিতা লেখা বারণ।
আমার কাটে না ঘোর, মগ্ন বিভোর তার কোকরানো চুল,
সেই একই ভুল, জানি না ফের ভুলে যাওয়ার কারণ—
কবিতা লেখা বারণ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


