উবুন্তু হচ্ছে কমিউনিটি ডেভলপ লিনাক্স নির্ভর অপারেটিং সিষ্টেম । যা কিনা ল্যাপটপ ডেক্সটপ , এবং সার্ভারের জন্য যথা উপযোগী। উবুন্তু কোন বাংলা বা ইংরেজি শব্দ নয় । এটা এসেছে সুদুর আফ্রিকা থেকে । উব্ন্তুর অর্থ অন্যদের জন্য মানুষত্ব বা হিউম্যানিটি ফর আদারস। যা কিনা নির্দেশ করে সেই ওপেন সোর্স বা উন্মুক্ত উতসকে । উবুন্তু সবার জন্য ফ্রি, হাজার হাজার ডলার খরচ করে উবুন্তু কিনতে হয় না।
সাউথ আফ্রিকায় জন্মগ্রহণকারী মার্ক রিচার্ড সেটলওর্থ উবুন্তুর উদ্ভাবক। ২০০৪ সালের প্রথমে তিনি উবুন্তু দিয়ে নিয়ে কাজ শুরু করেন। ঐ বছরের শেষে উবুন্তু প্রথম রিলিজ হয়। মার্ক সেটলওর্থ এর নিজের কোম্পানী কোননিকাল এর মাধ্যমে উবুন্তু বিশ্ব বাজরে ছাড়া হয়। উবুন্তু অনেকগুলো ভাষায় রিলিজ করা হয়েছে, ছয়মাস রিলিজ সাইকেলে প্রজেক্টের মাধ্যমে । যার অর্থ প্রতি ছয়মাস পরপর উবুন্তুর একটি করে ভারসন বিশ্ব বাজারে ছাড়া হবে।
উবুন্তু , লিনাক্সের একটি ভার্সন যা বেশ কিছু লিন্াক্স ভার্সন এর অনেক পরে রিলিজ হলেও মাত্র তিন বছরে উবুন্তু পেয়েছে অনেক জনপ্রিয়তা। এ পর্যন্ত উবুন্তুর মোট ৬টি ভার্সন বের হয়েছে। উবুন্তুর সাথে প্রথম বিশ্ববাসীর পরিচয় হয় ১৯ এপ্রিল ২০০৪। সেটা ছিল উবুন্তু ৪.১০ ভার্সন। এরপর শুধু সামনে এগিয়ে যাবার পালা।২০০৪ থেকে ২০০৭ এই তিন বছরে উবুন্তুর ৪.১০ থেকে ৭.০৪ ভার্সন পর্যন্ত রিলিজ হয়েছে । ২০০৭ সালের ১৮ অক্টোবরে উবুন্তুর নতুন ভার্সন ৭.১০ বিশ্ব বাজারে রিলিজ হবার অপোয় রয়েছে।
উবুন্তু ইনস্টল , ব্যবহার এবং কনফিগার করা খুবই সহজ। লিনাক্স এই ভার্সন উবুন্তু ৭.০৪ বিশ্ববাজরে ছাড়া হয়েছে উইন্ডোজের নতুন রিলিজ ভিসতার বিকল্প হিসেবে।
উবুন্তু ৭.০৪ ভার্সনে রয়েছে বেশ কিছু নতুন ফিচার। উবুন্তুতে যে কেউ উইন্ডেজের মতোই সব কাজ সানন্দে করতে পারবেন। উইন্ডোজে যেমন সব কাজ সাবলিলায় করা যায়, তেমনি উবুন্তুতে নিত্য প্রয়োজনীয় কাজ, বিনোদন সবই সম্ভব অতি স্বাচ্ছন্দে । ওপেন অফিস ও আর জি তে এটা আগে থেকেই রয়েছে, কিন্তু ভিসতাকে এই ওপেন অফিস ও আর জি ইনস্টল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
উবুন্তু র ৭.০৪ ভার্সন রিলিজ হয়েছে কমন প্রবাবিলিটির সফটওয়ার নিয়ে । ওপেন অফিস ও আর জি , মাজিলা ফায়ার ফক্স , জি আই এমপি ইমেজ এডিটর, মিডিয়া প্লেয়ার এগুলো ৭.০৪ ভার্সানের নতুন সংযোজন করা হয়েছে , এ ছাড়াও রযেছে মাইগ্রেশন এসিসটেন্ট, কে এস জি ,ইজি ড্রাইভার ইনস্টলেশন ডেস্কটপ ইফেক্ট ,সহজ ওয়ারলেশ কানেকশন।
উবুন্তু সফটওয়ার ক্যাটালগ থেকেই এটার ব্যাকআপ সলিউশন পাওয়া যাবে। সেই সুবিধাটি উবুন্তুর প্রতিদ্বন্দী ভিসতাতে নেই। আবার উবুন্তু ভিসতার চেয়ে অনেক বেশী সিকিউরটি দিতে পারে। যদি দাবা খেলায় উবুন্তু আর ভিসতাকে প্রতিদ্বন্দী করা যায় তাহলে উবন্তু ভিসতাকে ৪-৩ গেমে হারিয়ে দিতে সম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি উবুন্তু ইনস্টল না করেও সারাসরি সিডি থেকে চালাতে পারেন।
উবুন্তুর নতুন রিলিজ এবং সিকিউরিটি আপডেট সব সময় ফ্রি। কেউ যদি উবুন্তু অর্ডার করতে চান তাহলে লগ ইন করুন, http://www.ubuntu.com .এই সাইটটিতে। এবার অর্ডার করুন ,আর কিছু সময় পরেই আপনার ঘরে পৌছে যাবে ফ্রি উবুন্তর সিডি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




