ব্লেন্ডার শব্দ টা শুনলে হয়ত আপনার মনে হতে পারে রান্না ঘরে মসলা বাটা বা জুস বানানোর একটা যন্ত্র কিন্তু আপনার ধারনা ভুল প্রমানিত হবে যখন আপনি বুঝবেন এটা আসলে জুস নয় ত্রিমাত্রিক এনিমেশন বানানোর একটা সফটওয়্যার । ব্লেন্ডার খুবই দ্রুত গতি সম্পন্ন বহুমুখি প্রতিভার অধিকারী ত্রিমাত্রিক মডেলিং ও ডিজাইন মেশিন। টন রাশেল্ডাল নামের এক ভদ্র লোক তার নিজের স্টুডিও নিওজিও তে ব্লেন্ডার তৈরী করেন।
লিনাক্স,উইন্ডোজ,সোলারিস সব ধরনের প্লাটফরমেই আপনি ব্লেন্ডার চালাতে পারবেন।আর সবচে মজার বিষয় হল ১২ই অক্টোবর ২০০২ থেকে ব্লেন্ডার ওপেন সোর্স হয়ে গেছে,মানে আপনাকে টাকা দিয়ে ব্লেন্ডার কিনতে হবে না।
সফট ইমেজ(এক্স এস),সিনেমা(ফোর ডি),থ্রীডি ম্যাক্স,মায়া এই সবগুলর সাথে ব্লেন্ডার একাই পাল্লা দিতে সক্ষম।এই সবগুলতে যা করা যায় তা আপনি এক ব্লেন্ডার এ বসেই করতে পারেন।
এনিমেশন,টিভি কামার্শিয়াল, টেকনিক্যাল ভিজুয়ালাইজেশন,বিজনেস গ্রাফিক্স সব ধরনের কাজই আপনি ব্লেন্ডারে বসে সাচ্ছন্দে করতে পারেন।ব্লেন্ডার এ টেক্সট এডিটর বিল্ট ইন ।ব্লেন্ডার ইন্সটল করতে আপনার দরকার আর ৩২মেগাবাইট র্যাম এবং ৮০০/৬০০ রেজুলেশন স্ক্রিন।তাই আর দেরি কিসের ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে শুরু করে দিন এনিমেশন, কে জানে হয়তবা আপনি হয়ে যেতে পারেন টপ র্যাঙ্কের একজন এনিমেটর l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




