গ্রামীণফোন থেকে আমার নাম্বার এর ডিটেইলস বের করে এক পোলা আমারে কয়দিন আগে ঝাড়ি মাইরা মেসেজ পাঠাইছে ।
এখন কি করব বুঝতে পারছি না। আমি চাইলেও তারে ঝাড়ি মারতে পারছিনা আর এক জনের নিরাপত্তার কারনে।আবার আগাইয়া গিয়া কিছু করব সেইটাও সম্ভব না কারন আমি কিছু করলে ও তার জামেলা হবে।
এখন কথা হইল এই মাইনকার চিপা থেকে আমি কি করব।এমন কোন ব্যাবস্থা কি করা যায় যে নাম্বার এর ডিটেইলস আর না পায়।
ভাল কথা মোবাইল কম্পানিতে আছেন যদি এমন কোন ব্লগার থকেন
তবে প্লিজ বলেন এখন কি করব যাতে নাম্বার এর ডিটেইলস আর না পায়।কারন এইবার নিয়া তিনবার হল।
**দয়া করে কেউ এইটা নিয়া ফাইজলামি করবেন না***
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




