যদি হতে পারতাম এদশের রাজা
দেখাতাম রাজনীতিবিদের মজা।
মুখে বলে দেশ ও দশের কথা
কাজে নাহি লেশমাত্র উন্নতির প্রথা।
নিজে নিজে হাম বেটা পকেট করি তাজা
আত্মীয় স্বজন আর চামচারা হয়ে উঠে রাজা।
ওহে দয়াল দয়াময় সুমতি দাও তাদের
দেশ শাসনে যেন তারা সহায় হয় প্রজাদের।
শান্তি দাও সুখ দাও সহায় হও এদেশের
চির জীবি আর সুন্দর থাক আমার বাংলা দেশের।
সাগর,
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




