স্বাধীনতা শব্দটি খুবই পরিচিত।
কি এই স্বাধীনতা?
কেন এই স্বাধীনতা?
কাদের জন্য এই স্বাধীনতা?
হা-হা-হা স্বাধীনতা?
তাহলে কি, স্বাধীনতা মানে-
অত্যাচার, অন্যায়, অবিচার করা?
অসহায়ের উপর যখন তখন যাপিয়ে পড়া?
কোন এক অসহায় তরুণীর ইজ্জত লুন্ঠন করা?
ইস্পীড মানি বলে ঘুষকে চালিয়ে দেওয়া?
যখন তখন যেখানে সেখানে কাউকে কেটে টুকরো-টুকরো করা?
না-না-না ক্কখোনো না।
আমরা তা হতে দিব না।
তাই আসুন------
আমরা সবাই প্রতিজ্ঞা করি স্বাধীনতার মত পবিত্র আমানতকে-
আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করব।
এ যেন হয় আমাদের সকলের এক দৃঢ় অঙ্গীকার।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




