চোখ বন্ধ করো এই বার টের পাচ্ছো তোমার জন্য আমার অনুভূতি ?
পাচ্ছো না ?
আবার চোখ বন্ধ করো এই বার টের পাচ্ছো আমার অনুভূতি ?
তোমার প্রতি আমার ভালোবাসা ?
পাচ্ছো না ?
কেন ? তুমি কী আমাকে অনুভব করতে পারছো না...?
হ্যা পারছি তোমার নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দ অনুভব করতে পারছি।
আচ্ছা সোনা আমি কী তোমার কোলে মাথা রেখে একটু ঘুমতে পারি…?
অবশ্যই !!!
তুমি জানো এখন আমি তোমার কোথায় ঘুমিয়ে আছি? অনুভব করতে পারছো?
মনে হয় আমার বুকে , হয়েছে ?
হ্যাঁ তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শেয়ে আছি।
আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছো। আমার চুল নিয়ে খেলা করছো।
আচ্ছা তুমি আমাকে এতো ভালোবাসো ,
হ্যাঁ অনেক বেশি
কেন তুমি বাসো না
হয়তো তোমার মতো নয় , হয়তো তোমার চেয়ে বেশি
প্লিজ একটা গান শুনাও না
এখন ?
হ্যা
"এই মন তোমাকে দিলাম... এই প্রেম তোমাকে দিলাম ....
তুমি চোখের আরাল হও কাছে কিবা দূরে রও
মনে রেখ আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম..."
অসাধারন .. !!!!!
একটা কথা বলি
বলো
তোমাকে না আজ আমার খুব দেখতে ইচ্ছে করছে ,
আমারও ... তোমাকে তো বলে বলে আমি ক্লান্ত , যাক আজ তুমিই বল্লে ... চলো তাহলে দেখা করি।
কিন্তু আমার যে ভয় হয়
কেন ?
আমি যদি তোমার কল্পনার মতো না হই ... কিংবা আমাকে যদি তোমার পছন্দ না হয়... ? সেই ভয়
সেই ভয় তো আমারও থাকতে পারে , আর আমি মিস. ওয়াল্ড Riza Santos নই। আর আমি তো তোমাকে দেখে ভালোবসিনি। আমি ভালোবেসেছি তোমার মনকে । তোমার ভয়েজ শুনতে আমার খুব ভালো লাগে। কেন তুমি তা বুঝো না ?
বুঝি তারপরও কেন জানি ?
তারপর আর কিছু না ... চলো .. দেখা করি।
[তাদের দেখা হলো কোন একদিন
"চোখে আমার তৃষ্ণা .... ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চোখে আমার তৃষ্ণা..
আমি বৃষ্টি বিহীন বৈশাখি দিন ....
আমি বৃষ্টি বিহীন বৈশাখি দিন ..."
ঐ দিন প্রেমিকের মোবাইল ফোনে রবীন্দ্রনার্থের সেই গানের সুর রিংটোন হিসেবে সেট করা ছিলো]
[হ্যাঁ দেখা হলো ঠিকই
দুইজনই একজন আরেকজনকে দেখে তাদের কল্পনার সাথে মিলাতে পারছিলো না
কেউ হয়তো কল্পনাও করেনি এমনটি হবে
কথা হলো .....
কিন্তু অনুভূতি ছিলোনা না দেখা অবস্থার মতো ]
[একই দিন রাতে তাদের সাথে কিছু কথপোকথন]
আচ্ছা তুমি সারাদিন আমার কল ধরোনি কেন ?
ব্যস্ত ছিলাম ...
কেন তুমি তো আগে ব্যস্ত থাকলেও আমাকে কল ব্যাক করে কথা বলতে।
আচ্ছা তুমি কী আমাকে কোন কারনে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করছো ?
আরে না ... তা কেন হবে বলো
আমি জানি তাই
[প্রেমিকার কাছ থেকে পাওয়া মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতির উত্তরে প্রেমিক -এর ম্যাসেজ ]
তোমার সাথে প্রথম যেদিন দেখা হলো অনেকক্ষন তাঁকিয়ে ছিলাম তোমার ঐ দুই চোখের দৃষ্টিতে।
"চোখ যে মনের কথা বলে "
তোমার শোনানো সেই গানের সুর কানে ভাসছিলো। হয়তো বোঁকার মতো নিজেকে খুঁজতে চেষ্টা করছিলাম তোমার চোখে, খুজতে চেষ্টা করছিলাম আমার প্রতি তোমার অনূভব। কতটুকু পেরেছি তা জানি না। তবুও তাকিয়ে থেকেছিলাম। হ্যাঁ তুমি 'না' বলার পরও তাকিয়ে ছিলাম। সত্যি তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে আমার খুব বেশি ভালো লাগছিলো। তাঁকিয়ে তাঁকিয়ে ভাবছিলাম যদি এমন করে সারাজীবন তাঁকিয়ে থাকতে পারতাম মন্দ হতো না।
রবীন্দ্রনার্থের একটা গান মনে পড়ে গেলঃ
"চোখে আমার তৃষ্ণা ... ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে...."
সত্যি কথা বলতে কী তোমার চোখের দিকে তাকিয়ে তৃষ্ণা মেটাতে চাইছিলাম।
নিজের উপর বড্ড বেশি হাসি পাচ্ছে ঐ পাগলামিটুকুর কথা মনে পড়ে। তোমার কাছেও হয়তো এই রকমি কিছু মনে হচ্ছিল। কিন্তু কী করব বল, আমি যে এই রকমই। এই কথা সত্য যে আমি আমার কল্পনার সাথে বাস্তবের তোমাকে মিলাতে পারছিলাম না। তবে এই কথাও সত্য যে তুমি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। তাই ঐ মূহুর্তে নিজেকে তোমার অযোগ্য মনে হচ্ছিলো।
এটা সত্যি যে আমি কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে চেষ্টা করছিলাম নিজের অনুভবটুকু চোখের ইঙ্গিতে তোমার কাছে পৌছে দিতে। আচ্ছা তুমি কী বুঝতে পেরেছিলে আমার না বলা অনূভুতিগুলো?
কেন যেন মনে হয় পারনি
হয়তো সেই চেষ্টা তোমার মাঝে ছিলো না
জানি কখনো তোমার হাত ধরে
হবেনা আমার ...
সুবজ ঘাঁসের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া!!!
হবেনা তোমার চোঁখের দিকে তাঁকিয়ে ...
তোমার গান শুনা...কবিতা শুনা... !!!
রাতে শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম। তোমার শুনানো আরেকটা গান আজ খুব বেশি মনে পড়ছে।
"এই মন তোমাকে দিলাম... এই প্রেম তোমাকে দিলাম ....
তুমি চোখের আরাল হও কাছে কিবা দূরে রও
মনে রেখ আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম..."
জানিনা সত্যিই দিয়েছো কি না ?
কিছুদিন যাবৎ রাতে ঘুমতে খুব কষ্ট হচ্ছে
খুব বেশি মিস করছি তোমাকে
জানি আমার এই পালতু অনুভূতির মূল্য তোমার কাছে নেই
রাতে কল আসলেই বুকের মধ্যে অজানা এক অনুভূতি কাজ করে বুঝাতে পারছি না চিন্তা করি এই বুঝি তোমার কল এলো
কিন্তু না সে তুমি নও
সত্যি বলছি খুব কষ্ট পাচ্ছি
পুকুরের মাঝে একটা ঢিল মারলে যেমন অনেকক্ষন ধরে আন্দোলিত হয় , পরে আবার শান্ত পুকুর শান্ত হয়ে যায়। তুমি আমার মনের পুকুরে ঠিকই ভালোবাসার তরঙ্গ সৃষ্টি করে দিয়ে গেছ কিন্তু এখনোও তা শান্ত হয়নি। জানিনা কখনো হবে কিনা।
তোমাকে আপন করে পাওয়ার অনেক ইচ্ছে ছিলো
কিন্তু আমি জানতাম না যে তুমি সেই অধিকার আমাকে দেওনি
হয়তোবা ভালোবাসি বলেছো কিন্তু কখনোকি আমাকে আপন করে পাওয়ার ইচ্ছে তোমার হয়নি।
ইচ্ছে ছিলো না।
জানি না এ কেমন ভালোবাসা আমার প্রতি তোমার?
তাহলে কী এতো দূর্বল ছিলো আমাদের ভালোবাসায়?
তাহলে কী ভান ছিলো তোমার আমার মধ্যে ভালোবাসি বলায়?
আমি হয়তো তোমার যোগ্য নই
তাতে ক্ষতি নেই
তোমাকে কখনো হাত বাঁড়িয়ে ছোঁব না ....
কিন্তু আমার মন বাঁড়িয়ে ছোঁব..
দুঃখ দিয়ে ছোঁব..
তবুও তোমাকেই ভালোবাসি ...
তোমাকে ভালোবাসি ...
তোমাকেই ভালোবসি ...!!
হয়তো ভালোবেসে যাবো।
[এই ম্যাসেজ পাওয়ার পর প্রেমিকার কাছ থেকে কোন ফিডব্যাক আসেনি। আজ ১ বছর ৩মাস হয়ে গেছে কিন্তু আজও প্রেমিক তার কলের জন্য অপেক্ষায় থাকে। কিন্তু তাকে কল করতে সাহস পায় না]
এ কেমন ভালোবাসা ?
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




