ওভার ব্রিজের উপর উঠে বসে আছি। কিছু করছি না ! এই আর কী মোবাইল নিয়ে টিপাটিপি করছিলাম। ২ মিনিটের মাথায় বোধগম্য হল যে যত সব বাটপারের আখরা এই জায়গা । কেউ যদি হাত থেকে মোবইটা কেড়ে নিয়ে দৌড় দেয় কিচছু করার থাকবে না । অনেক ভিড় । এই জায়গা সব সব সময় ভিড় লেগেই থাকে । থাকবে না কেন বলেন এটাই তো সেই নাম করা জায়গা। ঢাকা শহরে ভিড় আর কোন জায়গাতে থাকে না বলেন সব জায়গাতেই গিরিঙ্গি লেগেই আছে। তবে এই জাইগাতে মানুষের আনাগোনা একটু বেশিই বলতে গেলে ।
ফার্মগেট ওভার বিজে বসে আছি। মোবাইল এখন পকেটে। কিছু করার নাই বলে শুধু শুধু তো আর বসে থাকতে পারছি না । মানুষ কে কী করে তা দেখতে চেষ্ঠা করছি। হটাৎ এক লোক এসে বলে ভাই ফার্মগেট কোনটা ? আমি বল্লাম যেখানে দাড়িয়ে আছেন এটাকে কী ফার্মগেট বলে মনে হচ্ছে না। লোকটা আমার কথার জবাব ঠিকমতো দিলো না কী জানি বিড়বিড় করতে করতে হাটা লাগালো।
এক ছেলে এবং মেয়ে দিকে এখন তাকিয়ে আছি তারা দুইজন পাশাপাশি হাটছে ছেলেটাকে মেয়েটার বড় ভাই বলে মনে হচ্ছে। কী জানি বলতে বলতে তারা আমার পাশ দিয়ে আসছে। মেয়েটাকে বলতে শুনলাম এটাই ফার্মগেট। ওফফফফফ গড !! 'এটাই ফার্মগেট' এই কথার অর্থ বুঝলাম বাট মেয়েটা 'ওফফফফফ গড !!' কেন বলে উঠলো সেটা মাথা দিয়ে ঢুকলো না। সাধারনত মানুষ কোন কিছুর উপর বিড়ক্তি প্রকাশ করতে এই শব্দটা ব্যববহার করে মেয়েটা মনে হয় বিখ্যাত ফার্মগেটের বিখ্যাত ভিড় অথবা অন্য কিছু দেখে এই শব্দটা উচ্চারন করছে। যাই হোক এখন আমার কথায় আসি কেন আমি এই বিখ্যাত জায়গাতে বসে আছি। এটা বলার আগে বাংলা ছবির একাট কাহিনী বলব তার সাথে নিজের কিছু মিক্সিং আছে।
স্বপ্নে নায়ক ছবিটা দেখছেন তো না কী । খুব বাধ্য হয়ে ছবিটা দেখতে হয়েছিলো ঈদে বাড়িতে গিয়ে। আসল কাহিনীতে আসা যাক। সালমান শাহ পাস করে এখন বেকার । চাকরী খুজতেছে। হাতে কিছু কাগজপত্র। এক অফিস থেকে অন্য অফিসে ঘুড়ে বেড়াচ্ছে আর বলছে একটা চাকরী হবে? কোন একজন কর্মকর্তা এক কথায় বলে দিচ্ছে No vacancy. চাকরী খোঁজার উপাটা মনে হচ্ছে খুব ভালো ছিলো কী বলেন... সালমান শাহ চাকরী খুজতে খুজতে খুব ক্লান্ত সে রেস্ট নিতে এসেছ পার্কে হাটতে হাটতে তার পা ব্যাথা হেয়ে গেছে। সে তার পায়ের জুতা খুলে হাতে নিয়ে খুব হতভম্ব জুতা প্রায় ছিড়ে জওয়ার পথে ।
সালমান শাহের মতো চাকরী খুজতে খুজতে গিয়ে নয় কোন এক বিশেষ কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে ফার্মগেট ওভার বিজে বসা । পা ব্যাথা করছে। জুতা খুলে হাতে নিতেই দিখে ..... বুঝতেই পারছেন।
মাঝে মাঝে মনে করি আর কথাগুলো মনে পড়ে আর হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




