শশীকে নিয়ে আজ ঘুড়তে বের হবো। ও আমার বাসার সামনে থেকে একটু দূরে রিক্সা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। কী হলো তুমি এখন কোথায় ? বাসা থেকে আসতে এতো সময় লাগে । প্লিজ রাগ করো না এই তো এসে গেছি। আর মাত্র ১ মিনিট লাগবে। আমি এখনও বাসাতেই আছি গার্ল ফ্রেন্ড নিয়ে বের হবো একটু সাজগোজ না করলে কী চলে। আমি খুব নিঁখুদ ভাবে শেভিং করছি। আবার শশীর ফোন.... এই কী হলো ? এই তো জান এসে গেছি। আর একটু wait করো। দাড়াও আজ আসো তোমার সব চুল আমি ছিড়বো। মাথায় একটা চুল রাখবো না।
বাসা থেকে বের হতেই কে জানি পিছন থেকে ডাক দিলো সামি ভাই... সামি ভাই !!! আমি পিছনে ফিরতেই দেখি আমাদের ম্যাসের ছোট ভাই নোমান । সাইকেল নিয়ে দাড়িয়ে আছে। ভাই এতো নায়ক সেজে কোথায় জান ?। আমাকে শেকঘাট পয়েন্টে নিয়ে যাও যেতে যেতে বলছি। ইতিমধ্যে শশীর ১০-১২ মিসকল এসে হাজির । আসলে মিস কল বল্লে ভুল বলা হবে কল না ধরাতেই এই অবস্থা।
শেকঘাট পয়েন্টে নোমান আমাকে নামিয়ে দিতেই আমি ওকে বললাম ঠিক আছে রাতে মেসে এসে কথা হবে। নোমান সাইকেল নিয়ে ঐ জায়গা থেকে হাওয়া হয়ে যেতেই । আমি একটু সামনে তাকালাম। একটা রিক্সা নিয়ে শশী বসে আছে। রিক্সার হুক খোলা তাই দূর থেকেই ওকে দেখতে পেলাম। মুখে বিন্দু বিন্দু ঘামের ফোটা, গালগুলো রাগে লাল লাল হয়ে আছে। তারপরও ওকে অন্যান্য দিনে চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি বললাম কোথায় যাবে। জাহান্নামে যাবো । তোমার আমার সাথে যেতে হবে না। আমি রিক্সার ড্রাইভারের দিকে হাসি হাসি ভঙ্গিতে তাকিয়ে বললাম ভাই জাহান্নামের ভাড়া কত ? রিক্সাওয়ালা মনে হচ্ছে আমাদের কথাবার্তায় মজা পাচ্ছে। একটু মধ্যবয়সী লোক বয়স দেখে মনে হচ্ছে ৩০-৩২ হবে। আগে উডেন ভাড়া যা তাই তো চামু বেশি চামু কেন। আমার ভাবভঙ্গিতে শশী মনে হচ্ছে আরো বেশি ক্ষিপ্র হয়ে গেছে। সে রাগান্বিত কন্ঠে বলল উঠল বসো ভাড়া জিজ্ঞাস করতে হবে না। । আমি বললাম তুমি জানো না রিক্সার ড্রাইভারা ইয়াং ছেলেদের সাথে কোন ইয়াং মেয়ে দেখলে প্রেমিক প্রেমিকা মনে ভাড়া বেশি দাবি করে। প্রেমিক বেচারাকে তখন পড়তে হয় বিপদে , বেশি ভাড়া দিতে হয়। তাই আগে ভাগে জিজ্ঞাস করে নেওয়াটাই better। তুমি কী করে জানো? তুমি কী এর আগে কাউকে নিয়ে এই রকম পরিস্থিতির মধ্যে পড়েছ। যাক এতো দিন পড় তোমার রহস্য বের হলো । আমার আগেও তোমার রিলেশন ছিলো তাহলে। আমি কোন কথার উত্তর না দিয়ে রিক্সায় উঠে বসলাম । ড্রাইভারকে অসহায় ভঙ্গিতে বললাম ড্রাইভার ভাই জাহান্নামের দিকে রওনা হওয়া যাক রিক্সা টানেন। আর ভাড়া নিয়েন আপনার ইচ্ছে মতো । আমি আর কিছু বলল না । রিক্সা কিছুক্ষন চলার পর জিন্দাবাজার পয়েন্টে আসা মাত্র ড্রাইভার পেছনের দিকে তাকিয়ে বলল এখন কই যামু । হমমম ... আচ্ছা নাইওরপুলের দিকে যাও দেখি । ওখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে .. কী বলো শশী ... শশীর দিকে তাকালাম সে কোন উত্তর দিলো না। । রিক্সা নাইওরপুলের দিকে চলছে। আমি জড়োসরো হয়ে শশীর পাসে বসে আছি। শশী খুব ক্ষিপ্র ভঙ্গিতে আমার দিকে বার বার তাকেচ্ছে। কোন কথা বলছে না, কোন কথা জিজ্ঞাস করলে উত্তরও পাওয়া যাচ্ছে না।
আমরা এখন নাউওরপুল টুনাটুনি রেস্টুরেন্ট আছি। চমৎকার পরিবেশ । প্রেম করার জন্য খুব উপযুক্ত পরিবেশ । শশীকে বললাম চলো উপরে গিয়ে বসি খুব নিড়িবিল পরিবেশ আছে। তোমার ভালো লাগবে। এই কথা বলতেই সে মনে হলো আমার উপর আরো খেপে গেছে। চেয়ারের উপর তার বেনিটি ব্যাগটা টাস করে রাখল । চেয়ারে বসেই আমার দিকে তাকিয়ে বলল তোমার সাথে তো আজ এখানে আমার ফাস্ট আসা সো তুমি কী করে জানো রেস্টুরেন্টের উপরে নিড়িবিল পরিবেশ আছে। আরে মুসকিল সেটা জানার জন্য রেস্টুরেন্ট আসতে হবে নাকি বন্ধুদের কাছ থেকে শুনেছি। শশীর মনে ইতিমধ্যে আমাকে নিয়ে সন্দেহের বীজ বপন হয়ে গেছে। তাই যাই বলছি তাতেই সে অন্য রকম রিয়েক্ট করছে। excuse me স্যার ম্যানু বলে রেস্টুরেন্টের ওয়েটার শশীর দিকে ম্যানু কার্ড এগিয়ে দিলো । শশী ম্যানু হাতে নিয়ে ওয়েটারকে জিজ্ঞাস করল আচ্ছা ওর দিকে তাকিয়ে ভালো করে দেখেন তো ও কী এর আগে আপনাদের রেস্টুরেন্টে আসছিলো কী না। ওয়টারকে আমার দিকে খুব ভালো করে নজর দিয়ে দেখতে শুরু করল । তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে তাকে বিয়ের জন্য মেয়ে পছন্দ করতে বলা হয়েছে। সে খুব পড়ক করে মেয়ের খুটিনাটি দেখছে। আর মনে মনে ভাবছে বিয়ে করা যায় কীনা। অনেকক্ষন দেখবার পর সে বলল জি ম্যাডাম আসছে। কোন মেয়েকে নিয়ে আসছে ? ম্যাডাম সেটা ইয়াদ নাই। মনে করে দেখ তো .. শশী ওয়েটারের দিকে ১০০ টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল এবার মনে আসতাছে? ওয়েটার খুব খুশি খুশি ভঙ্গিতে বলল ম্যাডম ইয়াদ আসতাছে না ... আমি ইয়াদ করতে চেষ্টা করি আপনারা বরং কিছু ওয়াডার দেন। আমি ওয়েটারকে বললাম আপনার ইয়াদ করার দরকার নাই। আপনি অন্য কাউকে দেখছেন হয়তো । মানুষের মতো মানুষ থাকতে পারে না। তাছাড়া আপনার ভুলও তো হতে পারে তাই না। আপনি বরং যান আপনাদের এখানে কী জানি Special Thai Soup আছে সেটা নিয়ে আসেন। ওয়েটার ঠিক আছে বলে চলে গেল। আমি শশীর দিকে তাকিয়ে বললাম শোন আমি তোমার আগে এখানে আর কাউকেই নিয়ে আসি নি। সো প্লিজ জান তুমি একটু ঠান্ডা হয়ে বসো । সুপটা খাও।
আজ কী হয়েছে। বুঝতে পাছনি না । যাই বলছি। শশী তাতেই রাগ করে বড় বড় চোখ করে আমার দিতে তাকাচ্ছে। ওদের স্যুপটা ভালো এই কথা শুনে আরো ক্ষিপ্র ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। হটাৎ করে সে আমার হাত থেকে মোবাইল সেট টেনে নিযে গেল। কী হলো এমন করছো কেন মোবাইল দেও। কেন তোমার মোবইল কী আমি দেখতে পানি না। হ্যা পারো আগে Soup টা ঠান্ডা হয়ে খাও মিছি মিছি আমার উপর সন্দেহ করো না। তুমি খাও খেয়ে তোমার মাথা ঠান্ডা করো আমার মাথা ঠান্ডাই আছে।
শশী টুনাটুনির স্পেশাল Soup খাচ্ছে না। স্যুপের বাটি সামেন রেখে আমার Contact List Check করছে। আর ওয়েটার বেটা বার বার আমার দিকে তাকাচ্ছে আর মাথা চুলকানো ভঙ্গিতে মনে হচ্ছে কী জানি ইয়াদ করাবার চেষ্টা করছে। মনে মনে ভাবছি। আজ আমার খবর আছে।
----------------------------------------------------------------------------------
প্রথম অংশের পর -----------------------------------------------------------------------------------------------------------
রেস্টুরেন্টে মৃদু মৃদু Sound এ একটা অদ্ভুত গান বাজতেছে গানের কথা কিছুটা এই রকম Lin Feng Ting Mu Chan-pipa,erhu,dizi গানের কথা বুঝবার সাধ্যি আমার নাই। তবে মনে হচ্ছে ইহা Japanish or chine ভাষার গান হবে হয়তো। তবে Music টা দারুন। বাঙলি রেস্টুরেন্টে এই গান কেন বাজতেছে তা বুঝা যাচ্ছে না। না পারছি গানের কথা বুঝতে ঐ দিকে না পারছি শশীর মনের অবস্থা কেমন তা বুঝতে। এক পর্যায়ে শশীর আমার দিকে তাকানোর ভঙ্গিতে একটু পরিবর্তন দেখতে পেলাম । সে মনে হচ্ছে এখন আরো বেশি রাগান্বিত হয়ে উঠেছে এবং আমাকে কষে একটা থাপ্পরও দিয়ে বসতে পারে বলে আমার ধারনা। সে আমার মোবাইল সেটটা আমার চোখের সামেনে ধরে একটা মেয়ের ছবি দেখিয়ে প্রশ্ন করে বলল এই মেয়ে কে? তার ছবি তোমার মোবাইল এ কেন? ছি! ছি !! মেয়েরদের ছবি নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। তুমি কোন কথা বলছ না কেন । আসলে তুমি বলবেই কী তোমার তো বলার কোন ভাষা নাই। শশী শোন তুমি যা ভাবছ ব্যাপারটা আসলে তা না। তাহলে বলল এই মেয়ে কে ? সে আমার বন্ধুর গার্ল ফ্রেন্ড । তোমার বন্ধুর গার্ল ফ্রেন্ডের ছবি তোমার মোবাইলে কেন থাকবে?। আমার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে। মিথ্যা না এটাই সত্যা আমি ব্যাখ্যা করছি, আমার বন্ধুর মোবাইলের Skin এ প্রবলেম হয়েছে। কোন কিছু দেখা যায় না। Skin পুরো কালো হয়ে আছে। এই দিকে তার আবার রাতে নাকি টুম্পা মানে তার গার্ল ফেন্ডের ছবি না দেখালে রাতে ঘুম হয় না। সে তাই খুব কায়দা করে না দেখে দেখে কী করে যেন bluetooth এর মাধ্যমে ছবিটা আমার মোবইলে সেন্ড করছে। সাইদুর আমার সাথে ম্যাসে এক রুমেই থাকে। এখন সে রাতে আমার মোবাইল থেকে টুম্পার ছবি দেখে। তুমি যদি বিশ্বাস না করে থাকো তাহলে আমার বন্ধু সাইদুরকে ফোন দিয়ে ওর সাথে কথা বলতে পারো । ওকে এখানে আসতে বলল । যা খুশি কর । শশী এই কথা বলে ওয়াস রুমের দিকে চলে গেল। আমি মনে মনে ভাবছি। ও ফিরে আসতে আসতে একটা কিছু করতে হবে। সাইদুরকে ফোন দিয়ে ব্যাপারটা সেট করতে হবে। ওয়েটার বেটার ব্যাপারটা পরে দেখা যাবে। আমি সাইদুর কে ফোনকরে এখানে আসতে বললাম । আমাদের কথা বার্তার এক পর্যায়ে শশী ফিরে এলো । সে টিস্যু পেপার দিয়ে ভিজে মুখ মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ফোন রাখলাম। শশীর চেহারা দেখে মনে হচ্ছে সে একটু আগে কেধেছে । তার এই কান্নাই প্রমান করে দিচ্ছে আমার প্রতি তার ভালাবাসার গভীরতা। শশী শোন তোমার সাথে আমার রিলেশন কত দিন যাবৎ। মিনিমাম ৮-৯ মাস তো হবেই । তুমি আমাকে চিনো না আমি কী রকম। শশী আমার কোন কথার উত্তর দিলো না। সে অন্য দিকে মুখ করে স্থির হয়ে তাকিয়ে আছে। আসলে আমিও শশীকে অনেক বেশি ভালবাসি । তাকে কষ্ট দেওয়ার কোন ইচ্ছেই আমার নেই। তবে আজ যা হচ্ছে তাতে যে আমার কোন দোষ নেই সেই কথাও আমি বলল না। আমার দোষ আছে। তবে তা করারও আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিলো । ঐ কাজ না করলে হয়তো শশী আমার উপর আজ এতো রাগ করতো না, আবার এমন হতে পারতো যে শশীর সাথে আমার রিলেশনও কোন দিন সম্ভব ছিলো না।
আমি এখন নিড়ব ভঙ্গিতে শশীর দিকে তাকিয়ে আছি। আর মনে মনে ভাবছি আমি তোমাকে পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও হারাতে চাই না। তুমি জানো না আসলেই আমি তোমাকে অনেক ভালোবাসি। শশীর সাথে আমার রিলেশণটাও খুব পবিত্র বলে আমার ধারনা । পবিত্র কথাটা এই অর্থে বললাম কারন এখনকার অনেক ছেলে মেয়েরাই রিলেশনে আসলে তারা কী না করে গার্ল ফ্রেন্ডেকে নিয়ে পার্কে বসে গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে শুয়ে থাকে আর গার্লফেন্ড বাদার ছুলে মুখে তুলে খাওয়ায়, হাত ধরে বসে থাকে, আরো অনের কিছুই করে ....(লিখতে ইচ্ছে করছে না )শশীর সাথে এই ৯ মাস রিলেশনে আমি এমন কোন কিছুই করি নাই । সর্বোচ্চ আমি তার হাত একদিন ধরেছিলাম।
রেস্টুরেন্টের দরজায় হটাৎ করে সাইদুরকে ঢুকতে দেখলাম। ....
[চলবে .....]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




