তোমাকে যখন আনন্দ দেই তখনই আমার পুণ্য,
যখন তোমায় কষ্ট দেই, যখন তুমি দুঃখ পাও;
তখনই আমার পাপ। ভুল বুঝ না মেয়ে!
আমার নিত্য প্রার্থনা তাই,
তোমার মনে হুল না ফোটাই ফুল ফোটাতে চেয়ে।
তোমার প্রেমের মুল্য যেন বুঝি,
তোমার ভালোর মাঝেই যেন
আমার ভালো খুঁজি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




