বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর প্রত্যাহারের দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সিএম শফি সামির নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের ৫ সদস্যের একটি দলের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের বেতনের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হলেও বিশ্ববিদ্যালয়ের আয়করের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা বিশ্ববিদ্যালয়কে অলাভজনক প্রতিষ্ঠান দাবি করলেও তারা আয় করেন। তাই তাদের আয়কর দিতে হবে।
শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত বৈঠকে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমুল্লাহ মিয়া, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ ও ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের বিষয়ে ৩৩টি বিশ্ববিদ্যালয় ৩৩টি রিট করেছে। এর মধ্যে একটি মাত্র রিটের রায় হয়েছে। তা সরকারের পক্ষে গেছে। তিনি বলেন, ১৯৯২/৯৪ সাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নেয়া হচ্ছে। এর পরিমাণ সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার আয়করের পাশাপাশি ৫ কোটি টাকা স্থায়ী সঞ্চয় প্রত্যাহার করার দাবি জানান। (শীর্ষ নিউজ ডটকম/ এমএস/ এআই/ সস/ ১৯.৫৫ঘ
এটা আমার নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




