যখন আকাশটাতো ঘুমিয়ে থাকে,
চাঁদটা মেঘের কোলে লুকিয়ে থাকে;
প্রদীপ জ্বালিয়ে যদি আসতে,
স্বপ্নে আমায় ভালবাসতে।
যেদিন থেকে তুমি হারিয়ে গেলে,
সাজানো বাগান মোর দলিয়ে দিলে;
বাতায়নে পাখী আর কেন গান গায় না,
সুর থেমে গেছে সব বাঁশীতে।
মেঘমল্লার গান শুনে যেদিন,
চাতক স্বপ্নে ভেসে এসে একদিন;
ভেঙ্গে দিল সব আশা স্বপ্ন রঙীন।
যেদিন তুমি মোরে ফিরিয়ে দিলে,
কথা আর গান সব কেড়ে নিলে;
নিভে গেছে সব আলো কবিতার ছন্দ,
থেমে গেছে প্রান মোর হাসিতে।।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




