দিগন্ত বিস্তৃত নীলিমাকে কাছে ডেকে আমি বলি
আমরা চলেছি কোথায় কোন অজানায়
সে কোন অন্বেষনে?
এখানে তো কোন আলো নেই ছায়া নেই
রূপ নেই রস নেই
এখানে তো কোন ঘাস ফড়িঙের দলের আগমনের
কোন চিহ্ন নেই
এখানে তো প্রজাপতির হিমেল পাখার
বাতায়নে কোমল পরশ নেই
এখানে তো বাউলের দোতরার কোন সুর নেই তাল নেই
কিংবা ভ্রমরের গুঞ্জনে কোন ভালবাসা নেই অলংকার নেই
তবুও কেন আমাকে বারবার
এখানেই ফিরে আসতে হয় অবিরাম
কেন বারবার মন হারিয়ে যেতে চায় তারই আগমনে।
এখানে তো স্বপ্নের মাঝে কোন নীলাকাশ ছোঁয়া যায় না
এখানে তো বাতাসে বারুদের দারুন গন্ধে
আর ঘুম আসে না
এখানে তো বসন্তে কোকিলারা দিবানিশি যেন সুর সাধে না
এখানে তো ভরা ভাদরে মাঝিরা কোন ভাটিয়ালি গায় না
এখানে তো কৃষকের লাঙল জোয়ালে আর কারও মন টানে না
এখানে তো মদিরের গন্ধে দিবানিশি প্রকৃতির আর হৃদয় ভরে না
তবুও কেন অনায়াসে ফিরে যেতে ইচ্ছে করে
সেই তেপান্তরের পানে
তবুও কেন মন সেখানেই ছুটে যায়
কিসের এক আকর্ষনে।।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




