ডাক্তারি পড়ুয়া শিক্ষার্থীরা পরে সাদা এপ্রোন
দেখিলে হৃদয় জাগে, প্রেমময়, স্নেহময় করে উদাসীন...
ভালোবাসিতে চায় মন, করতে চায় প্রিয়-আপন
আমি দেখে যাই, শুধু ভেবে যাই, নিশ্চুপ স্বপন!
পাঁচ পাপড়ির সাদা সাদা ফুল, চাইলে ভুল
সমরূপ সাজে, যায় তারা চিকিৎসালয়ে, করে ব্যাকুল।
অপূর্ব, চমৎকার, সুন্দর, দৃষ্টিনন্দন, অসাধারণ
কৈশোর কাল থেকেই হৃদয় দোলার কারণ!
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০