নিশ্চুপ চেয়ে সমুদ্র দিগন্তে সূর্যাস্ত
দিন দিন শেষ হচ্ছে সমস্ত!
বৃথায় উঠেছিলো প্রভাতে রক্তিম সূর্য
কোনো ভাবে রইলো না মাধুর্য!
হায়! হায়! কেউ দেখালো না-
স্বপ্ন; কেউ দিলো না প্রেরণা।
করেই গেছি খালি খালি আলপনা
যা এখন হৃদয়ের প্রচুর যাতনা।
চাইলে বলতে পারো প্রেমের প্রস্তাব
বেড়ে যাচ্ছে প্রিয়া বিহীন কুভাব!
চারদিকে এতো এতো রঙিন প্রেম
প্রতিটি মুহূর্তে আমারও চাই সেইম।
০৩.১০.২০২২
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




