চলতে জীবনে হঠাৎ লাগে দ্বন্ধ;
বহুবার স্বাধীন, অনেক পথ বন্ধ!
প্রতিশোধ নেয়া যার একমাত্র সংকল্প
যে চাইনি হতে, নিতে অল্প
এই জন্মভূমি শাসিত হয়েছে বারবার;
ভিন্ন নামে, শাসক-শাসনে পরপর...
সবাই জিততে, ক্ষমতা চায় চিরদিন
সুনাম কত জনে কুড়ায় প্রতিদিন।
কততন্ত্র হলো প্রয়োগ, ভেবে-চিন্তে
বিবাদে জড়ায়, নিত্য কার্য করতে।
যুদ্ধ করতে করতে হয় বিভক্ত
অজস্র হারায় প্রাণ, ঝরে রক্ত।
ধারণায় নিখুঁত মতামত দেয় যতই
মতে অমিল যত, মানুষ একই।
এই দেশে সবাই তো আমরা
রাগে লাঠি দিয়ে উঠাই চামড়া।
কয়দিন দমিয়ে রাখবে, হারতে হবে
কারণ হেরেছ, জিতেছ, কেন তবে-
ভুলে যাও; আমরাও হবো জয়ী
আমরাই হবো একদিন শ্রেষ্ঠ বিজয়ী!
14.10.2022
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




