বসে আছে সে একা নীরবে
দেখে মনে হলো সেই কবে...
সাদাসিধা সাজ, আমার প্রিয়-পছন্দ
কৌশলে চুপিচুপি দেখছে, অনুভূত আনন্দ।
মন তাঁর ছিলো যে খারাপ
মনে মনে হলো আমার আলাপ।
ভেবে দেখে যাচ্ছিল সুখের সময়
মৃদু যে পাচ্ছিলাম ভয় ভয়!
অপূর্ব লেগে ছিলো, সে সুন্দর
হঠাৎ করে চলে গেলো তারপর...
খেয়ালে খেয়ালে রয়েছে স্মরণে নিত্য
হতে পারে তাঁর চমৎকার চিত্ত।
১৯।১০।২০২২
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




