জানো? তোর আর আমার একই আদর্শ
আমার কর্মকান্ড দেখে কেনো পায় হর্ষ।
তোদের সামনে মানি, চলি, বলি কথা নিত্য
আমিই উত্তম, ভেবে দেখ্ হে বন্ধু-চিত্ত।
শুধু নেই আমার টাকা
দেখো তোদের হৃদয় ফাকা...
আমার স্বপন জ্বলজ্বল
মন কত উজ্জ্বল!
তোরা দেখলেই দেস কষ্ট
আসলে তোরাই এখনও পথভ্রষ্ট।
যদি আমারে বুঝতি, সহযোগিতা করতি
নাই নাই তোদের চমৎকার মতি!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




