সূর্যটা দেখা যায় নদীর জলে;-
”জলরবি”! কতকিছুর্ বসবাস, পানির তলে।
দেখায় যায় আয়নার মতো, অবয়ব
আকাশও দেখা যায়, সুন্দর সব।
সবুজ দিগন্ত, সবুজ বিস্তীর্ণ মাঠ
এরকম ছিলো আমার সুখের পাঠ।
এখন সূর্যদয় হচ্ছে-এখন সূর্যাস্ত
সব কিছু দিয়ে, শিখো সমস্ত।
তীব্র রোদের জন্যই বিশাল নীল
শাপলা সৌন্দর্য বাড়ায়, সুন্দর বিল ।
সাদা সাদা বক খায় মাছ
হৃদয়ের শখ, বাগানে বহুরূপী গাছ।
হীরার মতো চকচক করে জলবিন্দু
বৃষ্টি হলেই জমে, পাপড়িতে মৃদু।
21.10.2022
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




