কি অদ্ভূত এক জোনাকি পোকা;
জীবন থাকতেই আলো জ্বালে...
মানুষ এই নিয়ে কি ভাবে;
জীবনে তারা যে সব চাইবে...
কেউ চায় আলো, কেউ চায় অন্ধকার
একত্রে বেড়ে উঠে, তারপর ছারখার!
কারো পছন্দ নগ্ন, কারো আবৃত
কেউ হয় নত, কেউ হয় ঘৃণিত ।
লজ্জাবতী নিয়ে কেউ কি চিন্তা করে
স্পর্শে ঘুটিয়ে যায়, সকলের তরে।
প্রকৃতি নিয়ে ওরা কি ভাবে
এতেই যায় সমস্ত শেখা তবে।
দেখ দেখ ভালো ভাবে দেখ
দেখেই অজ্ঞরা, হয়েছে জ্ঞানী দেখ।
21.10.2022
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




