একাকী দীর্ঘ সময় থেকে বুঝেছি;
প্রেম বাদে থাকা দায়! শুনেছি।
দুনিয়ার সকলে যে চিন্তায় মগ্ন
সে ভাবনা ছাড়া হৃদয় রুগ্ন!
চেয়েছি রমণী ব্যতীত থাকবো চিরদিন
অসহনীয় যন্ত্রণায় মুহূর্ত কাটে প্রতিদিন।
হায় আফসোস! হায় আফসোস! চির
অতি ক্ষতি অপূরণীয়, আমায় ধর!
নিজ চিত্ত-দেহ সুখের জন্য
হতে হবে অনুরাগে খুব হন্য!
সানন্দে এসো এতো ক্লান্ত-অন্ত
মরা হতে বেঁচে গেছি, অভ্রান্ত।
যদি না আসো সানন্দে হৃদয়ে
জবাব দিবো কী? আছি ভয়ে!
সর্বোচ্চ চেষ্টা করবো দিয়ে ভালবাসা
নিরাশ করনা, আকাঙ্ক্ষা, সাধ, প্রত্যাশা!
একটু যাচাই করেই দেখো না
কত রোমান্টিক স্বীয় জানো না!
হীরার গহনা দিতে পারবো না
দুর করে দিবো, নিঃসঙ্গতা-কামনা।
ভুল, তরুণীর পিছে না ছুটে
সেজন্য গেছে সব সম্পর্ক টুটে!
অত্যন্ত অনুরোধ তবুও দিচ্ছে না;
সাড়া! আজ একলা, স্বপ্ন-ভাবনা।
11,12/12/2022
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


