আমিও খুঁজে হারিয়েছি দীর্ঘ সময়;
এখনও খুঁজছি, অবশিষ্ট আছে হৃদয়!
না আর কিচ্ছুই নেই, না-নেই;
তাই হয়ে গেছি যেই-সেই।
আমারও ভালো লাগে মেঘ-বৃষ্টি;
আশ্চার্য লাগে দেখে সৌন্দর্য-সৃষ্টি!
যত রমণী নজরে পড়ে ভাবি
মনে হয় তুমি, শুধু ভাবি!
ভেবে ভেবে খুব যে বিরক্ত
আবেগ হারিয়ে, মন মরা-শক্ত!
কিছুই আনন্দ দেয় না বিষণ্ণ
জোগাড় হয়নি বেঁচে থাকার অন্ন!
কী লাভ হলো রক্ষা করে
সেজন্য সবাই দিয়েছে পর করে।
টাকা আছে কী? এটাই খোঁজ
এ চিন্তাই করি, বুঝলি রোজ।
না দেখে কারো সাথে এখন-
ভাবে কামনাহীন পুরুষ, ভাবে বুঝুন!?
তোমার হাত ধরে চলতে ইচ্ছে
কেউ কী পূরণ করতে দিচ্ছে?
আমারও মন চায় একসাথে ঘুরাঘুরি
কিন্তু যাতনা, হতাশায় প্রতিমুহূর্ত মরি!
০৮.০১.২০২৩
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



