আদৌ প্রচুর ঘটনা আমার “প্রথম”
ভয়ে আছি কখন যাবে দম!
একই বয়সের যাদের নিত্য, অবিজ্ঞতা-
অতৃপ্ত; আমার স্বপ্ন, কল্পনায় তৃপ্ত!
বেশিভাগ জিনিসই ভোগ, স্পর্শ আশ্চর্য
নাই নাই নাই আমার প্রাচুর্য!
তাইতো আমি পিছিয়ে আছি অনেক;
চেষ্টা করেও হচ্ছে না অধিক।
বিমানে উঠেছি প্রথম এরপর দ্বিতীয়
আজও শব্দ শিখলাম নতুন, প্রিয়!
মেঘের উপর থেকে দেখেছি শুভ্রমেঘ
অনুরাগী হতে চেয়ে জ্ঞানের; রাগ!-
করেছে মূর্খ, অজ্ঞ, সব শেষ
আমার পছন্দ মন, চেহারা বেশ!
কিছুই পাইনি, সবাই করে হর্ষ
অহেতুক কেটে যাচ্ছে প্রতি বর্ষ!
রমণীর সাথে কাটাতে চাই রাত-
উদগ্রীব; তাও পহেলা, নাই পিরিত!
কী করি এলোমেলো ছুটি দিগ্বিদিক
সন্ধ্যে হলে ঘরেই ফিরি ঠিক।
২৯.০১.২০২৩
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




