অন্ধকারে বসে বসে স্বপ্ন দেখি
কল্পনা করে করে হই সুখি...
প্রাপ্তির ফলে তুষ্ট, আনন্দিত অনুভূতি
মনে পড়ে ঘটে যাওয়া স্মৃতি...!
বিদ্যুতের আলো নেই, জ্বালি মোমবাতি
বেশি ভাবি রমণী, কামনায় মাতি!
পিছু না ছুটে আজ নিঃসঙ্গ
নাড়া দেয় হৃদয় সুন্দর অঙ্গ!
প্রেমিক হতে চাই হে তরুণী
তুমি কি আমায় একটুও জানোনি?
সাড়া দাও সাড়া দাও আমায়
সন্তুষ্ট করবো সব দিয়ে তোমায়।
কত যে আবশ্যক, কিভাবে বুঝাই
কখনও কি করেছ অপেক্ষা? চাই....
০৮.০২.২৩
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




