চক দিয়ে লিখেছি বাংলা বর্ণমালা
সিলেটে-ব্লাকবোর্ডে, খুলেছে জ্ঞানের তালা।
শিখেছি ইংরেজি, আরবি, করেছি অংক
তবুও হয়নি শিক্ষিত, করি তর্ক।
যারা করে নাই পড়াশোনা কখনো
কেউ জানে, অধিক অজ্ঞ জানো।
মানে না, মানে না মানুষ
পড়ে না, পড়ে না মানুষ।
কত লেখক লেখলো কত বই
তাতে লেখা থাকে পরিচয়-সই।
তুলনা কর পড়ে শ্রেষ্ঠ কোনটা
কে কেড়েছে তোমার প্রিয় মনটা।
০৯.০২.২০২

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




