কেবল ভেবে রূপ, যায় বেলা
আমার অসময়, কথাও হয়নি পহেলা...!
আমার করা উচিত বৈধ রতিক্রিয়া
আসে না, আসে না প্রিয়া!
রাত যায় খুব বিরহে বিরক্তে
মিশে যাওয়ার সম্ভাবনা দূষণ রক্তে!
কারো যায় আসে না তাতে
আমার আরাম লাগে খুব প্রভাতে।
এতো আহ্বান, এতো বিলাপ করি
এলো না হৃদয়ে সব ছাড়ি।
অনেকের চেয়ে নিশ্চয়ই আছি বেশ
অনেকের চেয়ে খারাপ, আছে ক্লেশ
আমি ভেবে ভেবে খুব ক্লান্ত!
তোমাকে পাশে চাই সত্যি একান্ত!
০৯.০৩.২০২৩
উত্তরা, ঢাকা
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




