মুগ্ধ
সাইফুল ইসলাম সাঈফ
দেখে ফুল, সৌন্দর্য আমি মুগ্ধ
অভিভূত হয়ে যাই পেয়ে সুগন্ধ!
প্রতিশ্রুতি দিয়েছেন সহজ সরল পথের
কী যে আরামের ঘুম রাতের!
প্রশংসা করি সব সৃষ্টির স্রষ্টার
সুখ কিন্তু পাই আমরা বারবার!
আমরা ভোগ করি কর্মের ফল
অহংকারী শক্তি দেখায় যে প্রবল!
নাই থেকেই উৎপন্ন সব ফসল
যা খেয়ে প্রতিটি জীবের বল্।
আমি তো ছিলাম না, আছি...
কিভাবে আমরা কতদিন বাঁচি, চলছি?
আমি কল্পনা করে অক্ষম রূপায়ন
ভালো-মন্দ দেখি রোজ স্বপন।
আমি ভ্রমন করেছি ভাবনায় মহাকাশ
অদভুত সমুদ্র, সূর্য, চন্দ্র, বাতাস।
আনন্দময় মুহূর্ত প্রায় প্রত্যেকের পছন্দ
খারাপ কাজে তবুও হই অন্ধ!
প্রতিটি বিশ্বাসে বিয়ের নিয়ম আছে
তবে মানুষ নগ্ন কেন নাচছে!
সকল ঘটনায় পাই না শান্তি
নিশ্চয়ই মিলে হৃদয়ে খুব প্রশান্তি।
অর্থের বিলাসিতা সবাই পায় না
সৎ কাজের জন্য স্বর্গ পাওনা।
উত্তরা, ঢাকা।
১২.০৭.২০২৩
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


