ভ্রান্তির ক্লান্তি
সাইফুল ইসলাম সাঈফ
কোনো উন্নতি হয়নি কারণ অবহেলিত
মূর্খের সাথে লড়েই নিজেই গলিত!
জীবনে চলতে করেছি কিছু ভ্রান্তি
যৌবনে এসে গেছে খুব ক্লান্তি!
অহেতুক এক টাকাও করেনি নষ্ট
উপার্জন হয়নি তাই এতো কষ্ট।
কোনো নারী বলতে পারবে না-
করেছি যৌন হয়রানি; তবু ভাবনা!
কিন্তু স্বীয় হয়েছি যৌন শিকার
ধ্বংস হোক চিরতরে-চিরদিন বারবার!
এই বুকে ডুকেছে ডর, সবশেষ
তাইতো আমার কিছুই নেই বেশ।
বলতে পারিনি কাউকে এতো দিন
ছিলাম অন্যের কাছে আমি পরাধীন।
কত শ্রম দিয়েছি পেরে উঠেনি
তাই আজ নেই কোনো সম্মানি।
পুরুষ হতে হয় কঠোর পরিশ্রমী
তা না হলে হয় কমদামী।
হয়তো আমারও আসবে সংগ্রামী বিজয়
কারণ আমি নিশ্চয় করি ভয়!
উত্তরা, ঢাকা।
১৩.০৭.২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


