এসো সানন্দে হৃদয়ে
সাইফুল ইসলাম সাইফ
এসো এসো তাহলে সানন্দে হৃদয়ে
সংকোচ অথবা সংশয় করোনা ভয়ে!
তোমার জন্যই তো চেয়ে আছি
সত্যি তীব্র কঠিন, একা থাকছি!
কত জনে কত কথা বলে
আলিঙ্গন করতে চাই তলে তলে!
বৃষ্টির ছোঁয়া পেয়ে হোক তরতাজা
ভুল করতে চাইনা কারণ সাজা...!
যদি চাও জানতে পারো আমাকে
দেখার অনুমতি আছে নিশ্চয়ই তোমাকে!
সাদামাটা রাখবো চিরদিন প্রতিদিন দিনদিন
সুনিশ্চিত আসবে জগতে পরজগতে সুদিন!
নাই তাই সাহস হয়না বলতে
চুপ আছি তবুও কষ্ট চলতে!
উত্তরা, ঢাকা।
০৮.০৭,২৩
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


