ধনহীন
সাইফুল ইসলাম সাঈফ
বয়স বেশী না, ধরেছে হাল
অল্প মজুরিতে কেটে যায় সাল।
হয় না, হয় না, স্বপ্ন
তবুও আমরা বেঁচে থাকি অনন্য।
এ হচ্ছে বাংলার হোসেন দীপ্তি
কম খরচে ধরে রাখে তৃপ্তি।
লড়াই করে যায় চলে জীবন
নাই বিধায় ছেড়ে যায় আপন।
সরকার আমার এখন পড়ালেখা দরকার
ইচ্ছে থাকা সত্ত্বেও ভগ্ন বারবার।
তুমি অনেক ভালো বালক ভাই
তোমার সংকল্প পূরণ হওয়া চাই।
দুঃখ করোনা দোয়া তোমার জন্য
তুমি হও মানুষ সেরা পরিপূর্ণ।
আমার দেশ গরীব, আমিও গরীব
আমার চিন্তা ধনী, নিজে আজিব।
ধনহীন সেজন্য কাঁদি এখনও জানো
জানতে দেয় না, আবার মানো।
আমার দেশে বিশাল বিশাল অট্টলিকা
কিন্তু অধিকাংশ হৃদয় বিষাদ, ফাঁকা।
মৌলিক চাওয়া হয় না পূরণ
করুণ করতে জীবন-আমার যাপন।
দ্যাখো তার দুঃখ. ওর দুঃখ
প্রতিঘরে ঘরে না পাওয়ার দুঃখ।
কারণ আমরা ঠকাই, আমরা ঠকাই
আমরা মিলেমিশে থাকি না তাই।
উত্তরা, ঢাকা।
১০.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



