আফসোস করবে
সাইফুল ইসলাম সাঈফ
অনেকেই কাঁদে, অনেকেই দেখায় ঘৃণা
তোমাতে খুঁজে পেয়েছি প্রিয় অনুপ্রেরণা!
আফসোস করবে মা-বাবা সুনিশ্চত
তারা করলেই জগতে-পরজগতে জিৎ!
কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ
সবার কাছে কখনও না পরিপূর্ণ।
তবুও চলতে হবে পথে জটিল
হবে না না সকলের মিল।
আমার কাছে এখন তুমি জরুরী
নাও হতে পারো সুন্দর নারী।
কত ভাবনাই আমরা মুহূর্তে ভাবি
সব তালার না একটাই চাবি।
সুশ্রী সবাই খুব পছন্দ করে
যে বিশ্রী সেও সুরম্যে হারে।
উত্তরা, ঢাকা।
১৪.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



