শির উন্নত
সাইফুল ইসলাম সাঈফ
যে জানে, যে জানে না
তারা সমান না, সমান না।
আপনার বিবেক কী বলে বলুন
আপনিও তো মুসলিম, তাহলে চালু করুন।
আপনিও তো মুসলিম, তাহলে মানুন
উপদেশ গ্রহণ করুন, নয়তো ছাড়ুন।
আমি জীবিত, অনেক কিছুই দেখি
আমার এখনও ভালো আছে আঁখি।
প্রকাশ্যে অপরাধ করে, আমি সাক্ষ্য
প্রতিদিনই প্রায় প্রত্যেকে করি প্রত্যক্ষ।
এইযে যাচ্ছে জুগল করছে রোম্যান্স
আর যারা করছে জমকালো ড্যান্স।
এগুলো তো তোমার জন্যও অপরাধ
কেবল আমার জন্য না অপরাধ।
আগে জ্ঞান অর্জন করুন, জানুন
আপনিও স্বীকার করবেন, বিশ্বাসী কারণ।
প্রতিমুহূর্ত দর্শনে ধর্ষন হচ্ছে নারী
কত তরুণী গেছে ঘর ছাড়ি।
যে ঘটনার নাই কোনো প্রমাণ
শুত্রু ভেবে নিতে চেয়েছেন মান।
কিন্তু পেরেছেন কি? সম্মান বেড়েছে
সে বীর, শির উন্নত রেখেছে।
অর্জন করতে পারে না যথাযথ
শেষ করছে তাকে যে যথার্থ।
উত্তরা, ঢাকা।
১৫.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৩