অতীত
সাইফুল ইসলাম সাঈফ
একাত্তর এর পরের বাংলাদেশের অতীত
সবশেষ, সবশেষ কারো না জিৎ।
বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল এখন নেই
এরশাদ ক্ষমতায় ছিল এখন নেই।
জিয়া ক্ষমতায় ছিল এখন নেই
খালেদা জিয়া ক্ষমতায় ছিল, নেই।
বর্তমান, শেখ হাসিনা ক্ষমতায় দীর্ঘদিন
অনেকের হয়েছে সুদিন কারো দুর্দিন!
আরো কত জন এসেছে ক্ষমতায়
কে স্বাভাবিক মৃত্যু পেয়েছে ভাবায়।
ঘরে ঘরে বিবাদ আর বিবাদ
বিষাদে ভালো লাগে না চাঁদ।
আসুন মিলেমিশে দেশে উন্নতি করি
একে অন্যের হাতে হাত ধরি।
যা যা হওয়ার হয়েছে, ভুল
শুদ্রাও প্রত্যেকে প্রত্যেকে দাও ফুল!
এদেশ আমার আর তোমার সেজন্য
পালাবে কেন? হয়ে হিংস্র, বন্য!
এটা আমার দেশ, আমার জন্মভূমি
বিদেশে কেন বসত লও তুমি?
এদেশে থাকো ভয়শূন্য হৃদয়ে নিজে
সৎ হও, থাকবে না লাজে।
একটা টাকাও রাখবে না বিদেশে
ফিরে এসো সম্পদ নিয়ে দেশে।
উত্তরা, ঢাকা।
২২.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



