শেষ স্বাধীনতা
সাইফুল ইসলাম সাঈফ
সিরাজ উদ দৌলাও স্বাধীন ছিলেন
তবে হেরেছে।
পাকিস্তানও স্বাধীন ছিল তবে হেরেছে
বাংলাদেশও স্বাধীন ছিল, হারার পথে...
এখনও রয়েছে বৈষম্য
বিভেদ, নেই সাম্য।
আমাকে হারাতে চেয়েছে
ওরাই হেরেছে।
আমিও জিতে কি করেছি
ভাবছি, ভাবছি, ভাবছি!
স্বাধীনতা মানে নিয়মের স্বাধীন
স্বাধীন হলেই তৈরি হয় আইন-
আর তা আবার করে পরাধীন।
আমরা আবার হই অন্যে অধীন।
অধীনস্থ হতেই হয় কারো না কারো
আর সে রাজা হয়ে প্রবল শক্তি দেখায় আরো
আর আমরা হই প্রজা
আমাদের দেয় সাজা!
সে তো প্রধান
সে কি চলতে পারবে হয়ে জনসাধারন?
উত্তরা, ঢাকা।
৩১.০৮.২০২৩
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯