বসন্ত
সাঈফুল ইসলাম সাঈফ
যেদেকি তাকাই শুধু লাগে রঙিন
এটা কি বসন্ত, যায়যায় দিন!?
ফুল ফুটছে পরিপক্ক হচ্ছে দিনদিন
আমার সহ্য ক্ষমতা কমছে নিত্যদিন।
পারি না পারি না সহিতে
কল্পনা আর ভেবে যায় নিশিতে!
মন চায় মন ভরে দেখতে
মন চায় মন ভরে ছুঁতে।
সেই যে এলো মনে ভাব
রয়ে গেছে এখনো তার প্রভাব।
যায় না যায় না সরে
মনে পড়ে মনে পড়ে তারে।
কোনো বাসন্তী এলো না ঘরে
দীর্ঘদিন খালি বিরহ অতি অন্তরে!
তুমি এলেই প্রথম পরমের সজীবতা
যা এসেছে সব যে কপটতা।
উত্তরা, ঢাকা।
২৩.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩