পতন
সাইফুল ইসলাম সাঈফ
উন্নতি হয়নি আমার, হয়েছে পতন
কারণ চায়নি, পাইনি স্নেহ, যতন!
আমিতো সিঁড়ে বেয়ে উঠতে চেয়েছি
তবে কেন বারবার পড়ে গিয়েছি।
কিছু ভুল নিশ্চয়ই আমার আছে
সেজন্য কি করেছে শেষ, মিছে?
অন্যায় স্বীয় করেছি বহুবার জীবনে
তাই নিয়েছে প্রতিশোধ, চুপে, গোপনে।
জটিল পথ, কঠিন পথ হেটে
গিয়েছিলাম চূড়ায়, সব দিয়েছে কেটে।
কেউ বলতে পারেনি সঠিক চাওয়ায়-
পাশে ছিলো! যা মিলেছে ভাবায়!
অন্যের ত্রুটি রাখতে গিয়ে গোপন
আমার হয়েছে মন্দ, হারিয়েছি আপন!
সব ভুলে, জাগতে চাই প্রভাতে
ধ্বংস হয়ে যাচ্ছি কেন রাতে!
কল্যানকর কর হে আল্লাহ সময়
অনিচ্ছায় নষ্ট করছি অযথা সবসময়।
তরুণী সঙ্গী আমার খুব আবশ্যক
আয়শার রা. মতো মন হোক-ত্বক!
কোমল কর আমার স্বজনের হৃদয়
সহজ কর, দাও সুযোগ, অভয়।
রাজ্য ছাড়া নবাব কেন নিজে
ছোট কাজ করে থাকি লাজে!
আমার হয়েছে সত্যি বর্তমানে অধঃপতন
চাওয়া, ইচ্ছে হতে চাই রতন!
উত্তরা, ঢাকা।
২১.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




