সম্ভাবনা
সাইফুল ইসলাম সাঈফ
সুখতো পেয়েছি, সবতো দুঃখ না
জটিল কষ্ট, উপভোগ করি, সয়না!
তাই বলে যাই কালি দিয়ে
কেউ রাখবে হয়তো মিললে হৃদয়ে।
হাসি-খুশি আসলেই কল্যাণকর তৃপ্তি
যদি সবাই পেত, সব দীপ্তি!
সকলের মঙ্গল হোক এই কামনা
জানি তবু মনমত পাবো না।
মুছতে চাই না, রেখে যাবো
নিশ্চয়ই হয়তো খুঁজে সঙ্গ পাবো।
সহমত তুমি সমমনা আঁকো আল্পনা
দূর হোক তোমার সব যাতনা।
ওর চোখ সুন্দর, তার হাত
কারো সাথে থাকলে সুন্দর রাত।
ওর রূপ সুন্দর, মন্দ অন্তর
কেউ করে আপন জনকে পর।
সবকিছুই সুন্দর সব বিষয় না
ঠিক করে রেখেছে কি অজানা।
স্বীয় চিন্তা সবসময় সঠিক না
যা ঘটে তাতেও আছে সম্বাভনা।
উত্তরা, ঢাকা।
০৭.১০.২০২৩
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




