কার হবো সব
সাইফুল ইসলাম সাঈফ
গুরুত্বপূর্ণ হতে পারিনি কারো হৃদয়ে
তাইতো কাতর প্রতিমুহূর্ত থাকি ভয়ে।
এসো তুমি পাশে গুরুত্বপূর্ণ হও
আমায় নিয়ে জীবন চমৎকার চালাও।
সুন্দর আচার-আচরণে বাড়ে গুরুত্ব
প্রতিদিন আমার কাছে হবে নতুনত্ব!
উভয়ে যদি জুগল হই সারাজীবন
আফসোস করবো একদম সুনিশ্চিত, আপন।
একজনের জন্যই তো হয়েছি সংযত
না পেয়েই অদৃশ্য ভালোবাসা যত।
প্রতিটি মানুষ হারায় কোনো একদিন
মায়ার বাধন ভুলে না চিরদিন।
সবার প্রিয় নাও হতে পারে
কখনো তোমার অজান্তে থাকে অন্তরে!
আফসোস করি এখনি, করি অনুভব
অজানা কখন কার হবো সব।
এই রূপে তাকাই, ঐ রূপে
খুঁজি পাওয়ার জন্য চুপে চুপে!
এভাবে চলে অনেক দিন-রাত
হ্যাঁ বললেই আমি হবো কুপোকাত!
উত্তরা, ঢাকা।
১৫.১০.২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




