বেগানা মানে অচেনা
সাইফুল ইসলাম সাঈফ
“জান্নাত” পাওয়ার জন্য “জান্নাতের” দরজায়-
করেছি নক! জানতেই অনাগ্রহ ভাবায়!
প্রস্তাব করেছি এসো জানি উভয়কে
না! সে নিরব, চুপই, থাকে!
আল্লাহ, আল্লাহর রাসুলের পথেই জান্নাত
এই প্রতিশ্রুতি কি ধনীরই প্রভাত-
শুধু! না! সত্য, সৎ পথের
ইচ্ছে থাকা সত্ত্বেও ইশারা বিপথের!
বেগানা মানে অচেনা, জানতে মানা?
মানা না! জেনেই হৃদয়ে আনা!
যদি অজানায় থেকে যায় কেউ
খবর রাখে কি? হয় মৌ?
আমি বিত্তশালী নই, নই অন্ধ
পার্থক্য করি দুর্গন্ধ আর সুগন্ধ!
এই জ্ঞানটুকু আল্লাহ আমায় দিয়েছে
ত্রুটি করেও ক্ষমা নিত্য চাচ্ছে!
সুন্দর রূপ দৃষ্টি আকর্ষণ করে
সমস্ত সুখ কি বিদ্যমান তার তরে?
আল্লাহ যে যুবক-যুবতী সংযত
দূর করে দাও দুঃখ যত...!
সমস্যা সমাধাণ কর আমার কষ্ট
তা-না হলে হয়তো হবো ভ্রষ্ট!
অতি বিশাল কঠিন একা থাকা
কল্পনা করে বিতৃষ্ণা, নগ্ন আঁকা!
বাড়িয়েছি হাত পটানোর জন্য নারী
ওরা চায় এতো টাকা, বাড়ি!
দেওয়ার মালিক তো তুমি, চেষ্টা-
রত এখনো! করে যাচ্ছি প্রচেষ্টা!
স্বপ্ন কি আমার নেই, ইচ্ছে?
খুব যন্ত্রণা কেন দিন যাচ্ছে!?
উত্তরা, ঢাকা।
১৯.১১.২০২৩
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




