উজ্জ্বল চাঁদ
সাইফুল ইসলাম সাঈফ
অন্ধকারের মধ্যে উজ্জ্বল চাঁদ নিজে
আকর্ষণ করিনি রমণীর জন্য সেজে।
কতদিন ভেবেছি থাকব পেতে ওৎ
সম্ভব হয়নি আদৌ, সত্যিই সৎ!
খুশির দিন ঈদেও করতে পারিনি-
নতুন জামা পড়ে সাজ! কাড়েনি!
সে-ই কবে থেকেই শুরু করেছি-
সংগ্রাম! মনমরা হয়েই থাকতাম, থাকছি!
বৈধ ছাড়া ছুঁবো না করেছি প্রতিজ্ঞা
দুর্বল ভেবে সবাই করে অবজ্ঞা!
নিজের উপর অনেক জুলুম করেছি
যদি থাকতো! বলতো খুশি! জিতেছি!
হায় হায় নেই পাশে আমার
কোনো লাভ নেই করেও চিৎকার!
ব্যভিচার- নারী-পুরুষের অবৈধ সংসর্গ
যা করলে পাবে না স্বর্গ!
তবুও ধরি অন্য নারীর হাত
অসংখ্য যুবক-যুবতী কাটায় রাত!
যাকে বলে যিনা যা গুনা
সুখ ভেবে বাড়ছে খুব যাতনা!
এসো না বুকে একদম খালি
না আমি লুকানো বিপদ চোরাবালি!
উত্তরা, ঢাকা।
২১.১১.২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




