প্রথম ঝলক
সাইফুল ইসলাম সাঈফ
টং দোকানে বসে চা খাচ্ছিলাম উত্তরার “উঁচা মাটিতে “ জায়গাটা সম্ভবতো ঐ নামে ডাকা হতো। এখন সেক্টর ১২। হঠাৎ পিছনে তাকাতে একটা ঝলক, পলক পড়তেই বিমোহিত! মনে মনে ভাবতাম সেই ঘটনা। আবার ভাবলে মাঝে মাঝে দেখা হয়ে যেত। দূর থেকে আচমকা দেখা হতো। আমারও খুব ভালো লাগতো কিন্তু ভয় ভয় অনুভব করতাম। সাহস করে সামনে যেতে পারতাম না। দেখা হলে দিক পালটে যেতাম। মনে মনে খুঁজতাম!
ভেবে ভেবে দিন যাচ্ছে কথা বলার ইচ্ছেও জাগতো না শুধু ভালো লাগা কাজ করতো। সেই প্রথম ঝলকে সুন্দর লাগা মেয়েটিও আমায় দেখতো মনে হতো সেও কিছু বলতে চায়। তবে কোনদিনই কিছু বলেনি বা বলা হয়নি। ঐ সময় ছিল আমার বয়ঃসন্ধি কাল। আমার মানসিক পরির্বতন ঘটে যার কারণে গুটিয়ে যাই। খেলাধুলা বন্ধ করে কেবল ভাবতাম আর ভাবতাম। এভাবে আমার শরীর মন দুটোই খারাপ হতে থাকে।
কিছুদিন এভাবে দেখা হয়ে যেতে এলাকার অলিগলিতে। এরপর কোথায় যেন হাওয়া হয়ে যায়। আর কোনদিন তাকে খুঁজে পাইনি। এটাই ছিল আমার প্রথম ভালো লাগা কিশোরী! দিনদিন বেড়ে উঠছি। অসংখ্য রূপ পথে ঘাটে সুন্দর লাগে কত আর মনে রাখা যায়। তবুও অনেক রূপ মাঝে মাঝে খেয়ালে আসে। সেই কিশোর কালের মন এখনও আমার আগের মতই আছে। পরিবর্তন হয়েছে কেবল শরীর। একা দিন যাচ্ছে সব হারিয়ে নিঃস্ব, ক্লান্ত!
উত্তরা, ঢাকা।
২৪.১১.২০২৩
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




