পরিপক্ক তুমি
সাইফুল ইসলাম সাঈফ
পরিপক্ক পরিপূর্ণ যে ছড়ায় জোছনা
এমন রূপ আমার কামনা ভাবনা!
কোনো চেহারার ছাপ হৃদয়ে নেই
খালি পড়ে আছে আর অনুভবেই!
তুমি কেমন সঙ্গ চাও ললনা
যাচাই করে আমায় দেখো না!
তোমাকে দেখেই অনুভূতি সুখের উষ্ণ
সুরভিত কর চারপাশ না কৃষ্ণ!
সাদাসিধা পরিপাটি পছন্দ, তোমার সাজ
বলে দিলাম চাই, বিহীন লাজ!
এগিয়ে যাও প্রেরণা পেয়ে চূড়ায়
একলা থেকো না অযথায় হারায়!
হাতে হাত রাখো ধর নির্ভয়ে
ভালবাসা বিলিয়ে যাও আমার হৃদয়ে!
নির্জনে পাশে চাই তোমায় শুধু
জমিয়ে রাখা সব দাও মধু!
আর নিঃসঙ্গ থেকো না যুবতি
বৈধ কর সানন্দে, আনন্দের রতি!
প্রস্তাব দিলাম উন্মুক্ত নিঃসংকোচে বাতাসে
যদি খুশিতে দুলে উঠে হাসে!
উত্তরা, ঢাকা।
২৪.১১.২০২৩
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




