উষার পাখি
সাইফুল ইসলাম সাঈফ
খালি পেটে পাখি উষায় উঠে
ডেকে ডেকে ছুটে সুরেলা কন্ঠে...
উড়ে যায় আধার খেতে সারাদিন
চক ঘুরে খায়, নেই ঋণ।
কেউ দিন শেষে ফেরে বাসায়
কেউ দিন শেষে থাকে আশায়।
কেউ ফাঁদে পড়ে বন্দি খাঁচায়
কেউ হারায় জান, কেউ বাঁচায়।
কেউ সুখের জন্য সখ করে
শেখায় কথা, সেও শেখে তারপরে...
বুঝে না কেউ তার ব্যথা
উড়ার জন্য পাখা ঝাপটায় সেথা।
সুখী হওয়ার জন্য কত চেষ্টা
তবে সুখ মেলে, দুখে-কষ্টে-
যায় সব ভুলে, ফুলে-ফলে
সব কি ব্যর্থতা? নাহ্ ফলাফলে।
এসো হৃদয়ে, পাখির মতো সংসার-
করব দুজন, তা-না হলে ছারখার!
এসো প্রিয় ভোরের পাখি হই
আনন্দিত কর যাতে আনন্দে রই।
তুমি সাড়া দাও নাহ্ অকপটে
আসবো তড়িৎ গতিতে তোমার তটে।
সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
১০.০৩.২৪
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



