আড়ম্বর
সাইফুল ইসলাম সাঈফ
সবকিছু হয়ে যাচ্ছে দিনদিন জাঁকজমক
সবাই দেখাতে চায় নতুনত্ব, চমক!
শহরে, রাস্তার দুধারে, জাঁকালো দোকান
তাতে প্রবেশে লাগে ভয়, বেমানান।
চমৎকার, চমৎকার বাড়ি আর গাড়ি
সুন্দর, সুন্দর ফুল আর নারী।
তাক লাগানো সব সাজসজ্জা, রূপ
অবাক দৃষ্টিতে দেখি, থাকি নিশ্চুপ।
সবসময় চলি সাদাসিধা, চাহিদা কম
আবৃত থাকি, আমার লাগে শরম।
জীবনে রোজগার, কেনাকাটা করেছি সামান্য
তাই সবার চেয়ে আজ অনন্য।
বর্তমানেও বুঝেও তৃপ্তি নেই কল্পনায়
নিজের চেহারা অবলোকন করি আয়নায়।
সফলতা নেই, আছে খুব ভয়
কারণ যাচ্ছে ক্ষয়ে, হচ্ছে ক্ষয়!
সকলের সাথে আমার হচ্ছে না,
একদম মানানসই! পছন্দসই হচ্ছি না।
অনারম্বর যাচ্ছে আমার সময় কেটে
আগ্রহ দেখায় কেউ, প্রভাতে ফোটে!
আমার স্বপ্ন নীল আকাশের জ্বলজ্বল
সুমিষ্ট হবে প্রতিটি কর্ম, ফলাফল।
আমার সঙ্গের খুবই দরকার বাঁচতে
কেউ আসে না কেন? জানতে!
হয় না! হয় না! কিছু
শুধুই ছুটি উপার্জনের জন্য পিছু...
বিরক্ত লাগে সব, সব, কিছু
ধ্বংস হয়ে যাচ্ছি, হচ্ছি নিচু!
সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
১৮.০৩.২৪
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



