উদগ্রীব
সাইফুল ইসলাম সাঈফ
উদগ্রীব দেখার জন্য তোমার সৌন্দর্য
তোমাতে মুগ্ধ, হয়েছি নিজে আশ্চর্য !
ইচ্ছে চাওয়া , আনচান তোমায় পেতে
যদি পাই আমি যাবো জিতে।
ইদানিং মন চায় স্থীর হই
হৃদয় থেকে বলি ভালবাসা সই।
যদি আর থাকি একলা জীবনে
কালো মেঘ ডাকবে শীঘ্রই গগনে।
এসো না প্রিয় আমার চিত্তে
বহুদূর যাবো, একসঙ্গে উঠবো প্রভাতে।
সুরম্য চোখগুলো আমায় কেবল ভাবায়
শুনতে চাইলে শোনাবো আছি আশায়।
উদগ্রীব পাওয়ার জন্য মনোহর ললনা
আমায় ভালবাসি বলে ফেলো না!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
১৩.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




