দুবাই
সাইফুল ইসলাম সাঈফ
স্বপ্ন দেখে যাওয়ার সুযোগ হয়েছিল
দুবাই! প্রচুর রোজগার করব আশায়!
হাসি-খুশি মনে প্রথম বিমানে-
চড়ে যাই পৌঁছে এয়ারপোর্ট সার্জা
জানালা দিয়ে তাকিয়ে থাকি আনমনে।
বের হতেই উত্তপ্ত হাওয়া
হাস্যজ্জল নতুন পথ পাওয়া।
দেখে নিজ চোখে আরব সাজসজ্জা।
অন্ধকারে জ্বলজ্বল করছে অজস্র বাতি
শহরজুড়ে খেজুর গাছের নেই কমতি।
সূচিশিল্প শিখে যাই ইচ্ছে পূরণে
আয় করে অর্থ পাঠাবো স্বপনে।
হায় হায় উত্তীর্ণ হইনি কাজে
জ্বর আসলো খুব কষ্ট বাজে!
পেরে উঠি না অন্যের সাথে
ফিরে আসার চিন্তায় ভুল পথে।
মনমরা হয়ে থাকতাম মায়ের জন্য
নীরবে কান্না করতাম সেজন্য!
চেয়েছিলাম স্বজন থেকে দূরে থাকবো
তাদের জীবনে যাপন উন্নত করবো।
কতৃপক্ষেকে বলি ফিরে যাবো দেশে
লোকসান করে ফিরে আসলাম শেষে।
শেষকালে হয়ে গেলাম একেবারে তুচ্ছতাচ্ছিল্য
হারিয়ে ফেললাম মনের সবকিছুতে প্রফুল্ল!
দিনশেষে হয়ে গেলাম খুব একা
ভালবাসি কেউ বলেনি হৃদয় ফাঁকা।
প্রেম ভীষণ দরকার আমার বুঝলে
রমণীর সঙ্গ চায়, চিত্ত দুলে!
তুমি এলে ফিরে পাবো মনবল
তুমি এলে হবে শক্তি প্রবল।
তুমি এলে হবে সুখকর সকাল
তুমি এলে হবে শান্তিময় বিকাল।
তুমি এলে হবে মধুময় রাত
তুমি এলে হবে স্নিগ্ধ প্রভাত।
সানন্দে চলে এসো প্রজাপতির মতো
তিলেতিলে জমানো দিবো অনুরাগ যতো।
তুমি এলে সানন্দে ফুলে-ফলে
সুখ আছে সবাই আমায় বলে।
তাহলে চলে এসো প্রিয় সানন্দে
আর ভালো লাগে না নিরানন্দে!
পুরুষ মানুষ হয় কঠোর পরিশ্রমী
পুরুষ মানুষের হতে হয় উদ্যমী।
আমি কেনো যেনো নই তা
তাই আমার গ্লানি আর ব্যর্থতা!
উত্তরা, ঢাকা।
০৫.০৯.২০২৪
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৬