ঝুমকো জবা
সাইফুল ইসলাম সাঈফ
ছোট ফুফুকে খুব মনে পড়ে
দেখতে যেতাম গ্রামে গেলে তারে।
ফুফুর বাড়ির চারপাশে মানে সীমানায়
বিভিন্ন গাছে সাজানো থাকত সেথায়
ঝুমকো জবা ফুটে থাকত প্রতিদিন
ঘুরে বেড়াতাম, আনন্দে যেতো রাতদিন।
শুনেছি আরো দুজন ফুফু ছিলো
দেখি নাই তাদের, তারাও ভালো।
ফুফু থাকতেন তসবি পাঠে মগ্ন
ইবাদত করতেন না কখনো ভগ্ন।
আল্লাহ আমার ফুফুকে জান্নাত দাও
শেষ সময় দেখতে পারিনি তাও।
স্নেহ, মমতা ছিলো, আমার প্রিয়
খুব চৎকার ছিলো তার হৃদয়।
শীতল পাটিতে বসে ভাত খেতাম
একসাথে; তার খাবার টুকুও পেতাম।
মাছ-মাংস দিয়ে দিতেন আমায়
তার উত্তম আচার-আচরণ ভাবায়।
কিছু করতে পারিনি তার জন্য
দুঃখ হয় ভীষণ, কষ্ট সেজন্য।
উত্তরা, ঢাকা।
০৩.১০.২০২৪
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




