ছাঁচ
সাইফুল ইসলাম সাঈফ
চোর এর সাথে পথ চললে
চুরি করার জন্য প্রস্তাব মিলে।
ভিক্ষুক এর সাথে পথ চললে
ভিক্ষা করার জন্য প্রস্তাব মিলে।
রাজা এর সাথে পথ চললে
রাজা রাজা ভাব আসে দিলে।
জ্ঞানী এর সাথে পথ চললে
জ্ঞানী জ্ঞানী ভাব উন্নত ফলে।
প্রতিটি কর্ম আলাদা, পথ চললে
সেরকমই হয় ছাঁচ, একরকম ফলে।
তবুও ভিন্নতা আছে, দেখা যায়
দিন শেষে মানুষ ফিরে কোথায়?
উত্তরা, ঢাকা।
০৫.১০.২০২৪
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




