ভোরে উঠে
সাইফুল ইসলাম সাঈফ
পাখিরা ভোরে উঠে ছুটে চারদিকে
সব মানুষ ছুটে না একদিকে।
খোলা আকাশের নিচে কতকিছু হতো
তাইতো তৈরি হলো বাড়ি এতো।
অনাবৃত ভালো না, ভালো আবৃত
এখনো হয়, আগেও হতো কৃত।
আমি তো যুবক আমার চিত্তে
নজরে পড়ে, জীবন চলার বৃত্তে।
শূন্য থেকে হয় কেবল সৃষ্টি
আহার বিভিন্ন ফল, বহুরূপি কৃষ্টি।
আগুনে সবকিছু পুড়ে হয় ছাঁই
নিখুঁত বিচার কী জগতে পাই?
প্রতিদিন, প্রতিমুহূর্তে পৃথিবীতে ধর্ষিত হয়
মনে মনে, প্রকাশ্যে, গোপনে সবসময়।
বিভিন্ন মতাদর্শে হয় না সমাধান
শান্তি সবাই চায়, চেষ্টা আপ্রাণ।
স্রষ্টার বাণী চিরউন্নত চিরসত্য, অদ্বিতীয়
সমস্যা হবে ভিন্ন হলে প্রিয়।
মানুষের মাঝে আছে শ্রেষ্ঠ চরিত
সেটাই মেনে চলো যা উন্নত।
উত্তরা, ঢাকা।
০৬.১০.২০২৪
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




